November 14, 2018

আগৈলঝাড়ায় অনৈতিক সম্পর্ক স্থাপনকালে অবৈধ প্রেমিক যুগল আটক

--- ২২ এপ্রিল, ২০১৩

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর অনুপস্থিতিতে এক গৃহবধূ পরকীয়ায় আসক্ত হয়ে এক যুবকের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনকালে পার্শ্ববর্তী ঘরের লোকজন পুলিশকে জানালে বেরসিক পুলিশ উভয়কে আটক করে থানায় নিয়ে আসে। অবৈধ প্রেমিককে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে গৃহবধূকে পরিবারের জিম্মায় ন্যস্ত করেছে।
জানা গেছে, উপজেলার গৈলা বাজার সংলগ্ন কালুপাড়ায় পার্শ্ববর্তী উপজেলা থেকে এসে ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল দাস ভাড়া বাসায় থাকত। এখানে এসে সে স্থানীয় এক নি¤œবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে। দীর্ঘদিন একত্রে সংসার করে সন্তান-সন্ততি হলেও দুলালের স্ত্রীর চলাফেরা ছিল আপত্তিজনক। সে অনেক পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। তবুও দুলাল তার সঞ্চিত অর্থ দিয়ে স্ত্রীর নামে জমিজমা কেনে। ছেলে গুরুতর অসুস্থ হয়ে পরলে দুলাল তাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যায়। এই সুযোগে তার স্ত্রী বাজারের নাইটগার্ড প্রেমানন্দ দাসের ছেলে রূপকের সাথে পরকীয়ায় মেতে ওঠে। বিষয়টি সহ্য করতে না পেরে পার্শ্ববর্তী ঘরের লোকজন নিরুপায় হয়ে আগৈলঝাড়া থানায় জানালে রাত আনুমানিক ২টায় এএসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবৈধ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনার পরপরই প্রভাবশালী একটি মহল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আটককৃতদের ছাড়িয়ে আনতে মোটা টাকার বানিজ্যে নেমেছে বলে বিশ্বস্ত একাধিকসূত্রে জানা গেছে। সোমবার সকালে রূপক দাসকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বরিশাল আদালতে প্রেরণ করেছে। আর প্রেমিকা গৃহবধূকে তার পরিবারের জিম্মায় ন্যস্ত করা হয়েছে।  

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০