May 19, 2019

উজিরপুরে ক্লাবে আগুন

--- ২৪ জানুয়ারি, ২০১৪

উজিরপুর উপজেলায় হিন্দু অধ্যুষিত মালিপাড়া গ্রামের একটি ক্লাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ আগুন দেয়া হয়।  খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এবিষয়ে কোন মামলা হয়নি বা কাউকে আটক যায়নি।

স্থানীয়রা সূত্র জানায়, ফুলের মালা সমাজ কল্যাণ সংঘে বৃহস্পতিবার রাত ২টার দিকে আগুন দেয়। তবে আগুনের ব্যাপ্তি বড় ধরণের ক্ষতির আগেই নিভে যায়।

এতে করে ক্লাবের অবকাঠামোর খানিকটা পুড়ে যায়। উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ক্লাবের সামনের পাতায় আগুন লাগানো হয়েছে। তবে এতে ক্লাবের তেমন কোন ক্ষতি হয়নি।

ধারণা করা হচ্ছে, কেউ আতঙ্ক সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

মে ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« এপ্রিল    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১