December 8, 2019

উন্মুক্ত গোসলখানা দখলের প্রতিবাদে মানববন্ধন

--- ২০ আগস্ট, ২০১৩

বরিশাল টুডে ॥ সাবেক সিটি মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন কর্তৃক লঞ্চঘাট এলাকায় উন্মুক্ত করা গোসলখানা বিএনপি নেতা কর্মি দ্বারা দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মঙ্গলবার সিটি কর্পোরেশনের সামনে এ মানববন্ধনে ৯নং ওয়ার্ড আওয়ামলীলীগের সভাপতি  এমরাজ, ১০ নং ওয়ার্ড বাস্তুহারালীগের সভাপতি তোবারক আলী, শাহিন বক্তৃতা করেন।

উল্লেখ্য সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থি আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হওয়ার পর সম্প্রতি সেচ্ছাবেক দলের নেতা পিন্টু ও তার সহোযোগীরা নগরীর লঞ্চঘাট এলাকার উন্মুক্ত গোসলখানাটি বন্ধ করে দেয়।

ফেইসবুকে আমরা