November 22, 2019

জানা-অজানা ॥ রাতে ঝুটা পানি বাইরে ফেলা কি অলক্ষুণে?

--- ১৯ এপ্রিল, ২০১৩

রেশমা ইয়াসমিন ॥ রাতে ঝুটা পানি বা খাবার পানি জাতীয় কিছু বাইরে ফেলা যাবে না- এমন ধরণের ভূল বিশ্বাস সমাজে বিশেষ করে মহিলাদের মধ্যে চালু আছে। তাদের বিশ্বাস, তা করলে সৌভাগ্য চলে যায়। উন্নতি ও মঙ্গলের জন্য এটি মারাত্মক অলক্ষুণে কাজ। নিজেদের মৃত আত্মীয়-স্বজনের আত্মারা রাতে বাড়ির আঙিনায় ঘোরাফেরা করে। ঝুটা পানি ফেললে তাদের অসম্মান করা হয়, তারা অসন্তুষ্ট হয়। আরো কোনো উদ্ভট বিশ্বাস হয়তো অনেকের মধ্যে থাকতে পারে। এই সবই ভূল বিশ্বাস। ইসলামে এর কোনো ভিত্তি বা সমর্থন নেই। বাস্তবতা বা বিজ্ঞানের সঙ্গে এর কোনো মিল নেই। বাসি পচা পানি, ঝুটা ইত্যাদি রাতভর ঘরে জমিয়ে রাখার কোনো যুক্তি ও প্রয়োজন নেই। রাতে আত্মীয়-স্বজনের আত্মাগুলো ঘোরাফেরা করার বিশ্বাসও সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। কোরআন ও হাদিসে এসবের পক্ষে কোনো বক্তব্য নেই।

ফেইসবুকে আমরা