June 19, 2018

জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী মঞ্জু ৫ দিনের সফরে দক্ষিণাঞ্চল আসছেন

--- ১১ জানুয়ারি, ২০১৮

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি ৫ দিনের সফরে দক্ষিণাঞ্চল আসছেন। মন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিস্থ বাসা থেকে সড়ক পথে রওয়ারা দেন। দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত শেষে টুঙ্গিপাড়া উপজেলাসহ গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প পরিদর্শন এবং পরিদর্শন শেষে ফরিদপুর জোনের পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে রাতে পানি সম্পদ মন্ত্রী ভান্ডরিয়ায় পৌছান এবং রাত্রি যাপন করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া পৌরসভার সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন, বিকেলে পৈকখালী বাজার হইতে জোমাদ্দারহাট ভায়া গৌরিপুর ইউনিয়ন পরিষদ সড়কের নির্মাণ কাজ সমাপ্তির শুভ উদ্বোধন উপলক্ষে দোয়আ-মোনাজাতে অংশগ্রহণ, গৌরিপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গৌরিপুর ইউনিয়নের হাজী লেহাজউদ্দিন দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের শুভউদ্বোধন উপলক্ষে দোয়আ-মোনাজাতে অংশগ্রহণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভান্ডারিয়া পৌরসভার কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভউদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করবেন। শনিবার ও রবিবার জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দক্ষিনাঞ্চলের বিভিন্ন স্থানে সফর শেষে সোমবার বরিশাল জোনের পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুন ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মে    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০