January 19, 2019

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে বরিশালে সভা

--- ৩০ আগস্ট, ২০১৩

বরিশাল টুডে ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার আইনজীবি সমিতি মিলনায়তনে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বরিশাল আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএম কলেজের সাবেক ভিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আনোয়ার হোসাইন।

সভায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থী রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা এম ফরিদ উদ্দিন, লিগ্যাল এইড সার্ভিসেস প্লাস এর আহবায়ক নার্গিস জাহান বানু, বাকবিশি এর  প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহম্মদ আব্দুল বারী, ব্যাংকার মোঃ আলাউদ্দিন ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা উপস্থিত হয়ে ভোটারদের কাছে ভোট প্রদানের অনুরোধ জানান।

সভায় বক্তৃতা করেন এ্যাড. গোলাম মাসউদ বাবলু, বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক গোলাম কবির বাদল, সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আহম্মেদ, বেসরকারী সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ। এ নির্বাচনে বরিশাল বিভাগে মোট ২ হাজার ২৯২ জন ভোটার ভোট প্রদানের কথা রয়েছে। গতকালের সভায় উপস্থিত প্রার্থীরা ছাড়াও গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী ডাকসু’র সাবেক ভিপি মিসেস মাহফুজা খানম ও বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের পক্ষে প্রচার- প্রচারনা চলছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জানুয়ারি ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১