August 23, 2019

পুলিশের পিকআপ-মোটর সাইকেল সংঘর্ষে আহত-৩

--- ১ মার্চ, ২০১৪

বরিশাল নগরীতে পুলিশ পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। শনিবার দুপুর তিনটার দিকে পুলিশ লাইনস সম্মুখে শহীদ নজরুল ইসলাম সড়কে এ দুঘর্টনা ঘটে।

আহতরা হলেন- মোটরসাইকেল চালক নুরুল ইসলামের (৩২) এবং তার সাথে মোটরসাইকেলের পেছনে থাকা মো. সোহাগ (২৫) ও মো. মিঠু (২৩)।

আহতদের মধ্যে এদের মধ্যে মোটরসাইকেল চালক নুরুল ইসলামের (৩২) অবস্থা আশঙ্কাজনক।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ জানান উজিরপুর উপজেলা থেকে এসে সাংসদ তালুকদার মো. ইউনুসের মেয়ের বিবাহ অনুষ্ঠানে বরিশাল ক্লাবে অংশ গ্রহণ করেন নুরুল ইসলাম, মিঠু ও সোহাগ।

অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেলযোগে বানারীপাড়ার উদ্দেশ্যে শহীদ নজরুল ইসলাম সড়ক হয়ে রওনা দেন। এসময় বিপরীত দিক থেকে আসা জেলা পুলিশের (বরিশাল মেট্রো- হ -১১-০০-২২) পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

তাৎক্ষণিক পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

ফেইসবুকে আমরা