January 19, 2019

পৌষ মেলা শুরু বরিশালে

--- ১১ জানুয়ারি, ২০১৯

পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আয়……শ্লোগানে বরিশালে ২য় বারের মত শুরু হয়েছে ৩ দিন ব্যাপী পৌষ মেলা। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া পৌষ মেলায় পিঠে-পুলি, পণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন। পরিষদের সভাপতি নাট্যজন কাজল ঘোষের সভাপতিত্বে মেলার প্রথম দিনের আলোচনা সভায় অংশ নেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী ও বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিসিসি’র ১৯নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল ইসলাম লিটু ও জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো: শাহ আলম। এছাড়া স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়াল। ৩ দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য, নাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জানুয়ারি ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১