September 26, 2018

বরিশালেও ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট

--- ৩ অক্টোবর, ২০১৩

বরিশাল টুডে ॥ সারা দেশের ন্যায় বরিশালেও দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ঔষধ ব্যবসায়ীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ধর্মঘট কর্মসূচি পালন করছেন তারা।

গত ২৯ সেপ্টেম্বর রাজধানী ঢাকার বেশ কিছু মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন ও অবৈধ ঔষধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা  ২৮ টি সিলগালা, প্রায় দেড় কোটি টাকা জরিমানা আদায় এবং ৯৪ জনকে আটক করে।

এর প্রতিবাদের বৃহস্পতিবার সারা দেশে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

এদিকে বরিশালে ঔষধ বিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। জরুরী ঔষধ না পেয়ে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন তারা।

তবে বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের দাবি গুরুতর রোগীদের কথা মাথায় রেখে বিশেষভাবে ঔষধ সরবরাহ অব্যাহত রেখেন তারা।

বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারন সম্পাদক শাহআলম আনসারী জানান, বরিশাল নগরী এবং এর আশে পাশের এলাকায় প্রায় ৫শ’ দোকান রয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সবগুলো দোকানে ধর্মঘট শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত।

তিনি জানান, জরুরী সেবা দেয়ার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে দুটি দোকান খোলা রাখা হয়েছে।

এছাড়া নগরীর সদর রোডে অবস্থিত সমিতির কার্যালয় থেকে তারা জরুরী রোগীদের জন্য ঔষধ সরবরাহ করছেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০