November 14, 2018

বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসকের বাসভবনে দিন-দুপুরে চুরি

--- ৭ আগস্ট, ২০১৩

বরিশাল টুডে ॥ বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) বাসভবনে বুধবার দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। কোতয়ালী মডেল থানার এস আই আসাদুজ্জামান জানান, চুরিকালে জেলা প্রশাসক অহেদুজ্জামান বাসায় ছিলেন না। বাসায় কেউ না থাকায় পিছনের দরজা ভেঙ্গে চোর বাসভবনে প্রবেশ করে মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। প্রহরীরা এসময় সামনের প্রবেশদ্বারে থাকায় তারা চুরির ঘটনা টের পায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক অহেদুজ্জামান জানান, চোর বাসায় ঢুকে ২৫হাজার টাকা, ২৫ভরি স্বর্ন ও ৫০হাজার টাকার প্রাইজবন্ডসহ মোট ২০লাখ টকার মালামাল নিয়ে গেছে।
পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০