September 15, 2019

বরিশালে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

--- ২৩ জুন, ২০১৫

বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম সহ অন্যান্যরা। এরপর দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবির, লস্কর নূরুল হক সহ যুবলীগ, ছাত্রলীগ শ্রমিকলীগের নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, একই স্থানে সকাল নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে কর্মসূচীর সূচনা করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ছাড়া বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ফেইসবুকে আমরা