January 18, 2019

বরিশালে এজলাস থেকে নথি ছিনিয়ে নিয়েছে এক যুবলীগ নেতা

--- ২৮ মার্চ, ২০১৩

বরিশাল টু-ডে ॥ বরিশালের সহকারী ভুমি আদালতে বিচারাধীন মামলা শুনানি চলাকালীন সময় বিচারকের কাছ থেকে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম। এসময় তিনি (যুবলীগ নেতা) হুঙ্কার দিয়ে বলেন “আগে আমি কাগজপত্র দেখব-তারপর রায় হবে”। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক সহাকারী সেটেলমেন্ট অফিসার রনজিত কুমারের এজলাসে।
সহাকারী সেটেলমেন্ট অফিসার রনজিত কুমার জানান, নগরীর ফকিরবাড়ী রোড এলাকার বিচারধীন মামলার ২৮ বিধিতে বিবাদীর শুনানি চলছিলো। এসময় আকস্মিক ভাবে বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম ও তার সহযোগীরা এজলাসে প্রবেশ করে নথিপত্র নিয়ে চলে যায়। এই সময় যুবলীগ নেতা নিজাম বিচারকের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেন “আগে আমি কাগজপত্র দেখব-তারপর রায় হবে”। কিছুক্ষন পর সে নথির ছায়াকপি ফেরত দিয়ে মূল নথি তার নিজের কাছে রেখে দিয়েছেন। নথি ছিনিয়ে নেয়ার কোন বিধান নেই জানিয়ে সহাকারী সেটেলমেন্ট অফিসার রনজিত কুমার বলেন, ছিনিয়ে নেয়া নথি ফেরত না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিফ করেননি।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জানুয়ারি ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১