May 19, 2019

বরিশালে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীতে দুর্ঘটনায় শ্রমিক নিহত

--- ২৮ মে, ২০১৫

নগরীর দপদপিয়া এলাকার খান সন্সের এ্যাংকর সিমেন্ট কারখানায় দুর্ঘটনায় আহত ৪ শ্রমিকের মধ্যে সাকিল (২২) নামের একজন বুধবার সন্ধ্যায় মারা গেছেন। ওইদিন বেলা ১১ টায় দুর্ঘটনার পর আহত ৪ শ্রমিককে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে গুরুতর আহত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মাওয়া ফেরিঘাটের সন্নিকটে বসে তার মৃত্যু হয়। কোতোয়ালী মডেল থানার ওসি মো. শাখায়াত হোসেন জানান, কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে শ্রমিক সাকিল (২২), শফিক (২৮), ফরিদ (৩৮) ও মাসুদ আহত হয়।
এ ব্যাপারে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের (এ্যাংকর সিমেন্ট) জিএম মো. শহিদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে শ্রমিকদের ঠিকানা এ্যাংকর সিমেন্ট লেখা থাকলে পূর্ণ ঠিকানা লেখা হয়নি।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

মে ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« এপ্রিল    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১