December 8, 2019

বরিশালে ককটেল ও ম্যাগজিন উদ্ধার

--- ২০ ডিসেম্বর, ২০১৩

বরিশালের কাজীরহাট থানার মিয়রহাট নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬টি ককটেল ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৭টায় গিয়াসউদ্দিন মেম্বার বাড়ির সামনের রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়।

কাজীর হাট থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, মিয়ার হাট থেকে কাজীরহাট সড়কের উল্লেখিত স্থানে ককটেল ও  ম্যাগজিন দেখতে পাওয়ায় স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করেন।

তিনি জানান, ম্যাগজিন দুটি দেশীয় তৈরী।  কোন কার্তুজ পাওয়া যায়নি। অপরদিকে ককটেলগুলো পরীক্ষা করে বলা যাবে এগুলো আসল না নকল।

ফেইসবুকে আমরা