May 19, 2019

বরিশালে কামাল-সরোয়ার নিস্ফল বৈঠক ॥ কামাল পন্থীদের হতাশ

--- ১০ মে, ২০১৩

বরিশাল টুডে ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ এক যুগ পর জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামাল মহানগর বিএনপি সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের বাসভবনে গিয়ে সাক্ষাত করলেও কোনো ফল আসেনি। চিরপ্রতিদ্বন্দ্বি এই দু’ নেতার বৈঠক বিএনপি পন্থীদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছে বলে একাধিক নেতা-কর্মী জানান। দলীয় সূত্রে জানা গেছে জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামাল তার নেতা-কর্মীদের সাথে আলোচনা না করে মজিবর রহমান সরোয়ারের বাসভবনে গেলেও তাতে কোনো সুফল আসেনি। আলোচনার এক পর্যায়ে কামাল ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানালেও সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। বরং আহসান হাবিব কামাল শুধু মাত্র নির্বাচন উপলক্ষে সরোয়ারের বাসভবনে যাওয়ায় তার অধিনস্ত নেতা-কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। একাধিক কর্মী জানান তাদের সাথে কোরো প্রকার আলাপ-আলোচনা করে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সরোয়ারের কাছে যাওয়া ঠিক হয়নি।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

মে ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« এপ্রিল    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১