November 19, 2018

বরিশালে কিশোর-কিশোরীদের প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক কর্মশালা

--- ৩ সেপ্টেম্বর, ২০১৮

অক্টোবর মাসে কাজাগিস্থানে অনুষ্ঠিতব্য ‘‘আর্ন্তজাতিক প্রাইমারী হেলথ কেয়ার কনফারেন্স’’ এর প্রাক্কালে বরিশালে প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক কর্মশালা  সোমবার অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি কর্পরেশনের আয়োজনে এবং ইউনিসেফ এবং ইউএনএফপিএ এর সহযোগিতায় সকাল ৯ টায় বিসিসির করফারেন্স হলে এই কর্মশালায় বেতার শ্রোতা ক্লাব, শিশু পরিষদ, তরুন সাংবাদিক, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনসহ ৩১ জন কিশোর-কিশোরী ও যুবক অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরী ও যুবকরা স্বাস্থ্যগত সমস্যা, বিভিন্ন বাঁধা এবং প্রাইমারী হেলথ নিশ্চিত করতে যুবকদের অংশগ্রহণের বিষয় বিভিন্ন মতামত তুলে ধরে। যা কাজাগিজস্থানে অক্টেবর মাসে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক প্রাইমারি হেলথ কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসরাইল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, বরিশাল ইউনিসেফের বিভাগীয় প্রধান ইমানুল গাই, উন্নয়নের জন্য যোগাযোগ কর্মকর্তা সঞ্জিত কুমার দাস, শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুন্নেচ্ছা শিখা, প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল এবং ইউএনএফপিএ এর ফিল্ড অফিসার মোঃ রবিউল ইসলাম।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০