November 21, 2018

বরিশালে গৃহবধূর সম্ভ্রমহানি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জন গ্রেফতার

--- ৭ এপ্রিল, ২০১৩

বরিশাল টু-ডে ॥ বরিশালের আগৈলঝাড়ায় সম্ভ্রমহানি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের দিনমজুর এনায়েত মিয়ার স্ত্রী হালিমা বেগম শনিবার পানি আনার জন্য পাশের বাড়িতে গেলে লম্পট আমিনুল জোরপূর্বক হালিমার সম্ভ্রমহানি ঘটায়। এঘটনায় হালিমা বেগম বাদী ওইরাতেই থানায় মামলা দায়ের করে। রবিবার আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদত্রিশিরা গ্রামের আবুল বশার বাহাদুরের লম্পট ছেলে অভিযুক্ত আমিনুলকে গ্রেফতার করে। অন্যদিকে গৌরনদী থানার মাদকদ্রব্য আইনের সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝন্টু মিয়াকে শনিবার বিকেলে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে পেরণ করা হয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০