April 20, 2019

বরিশালে জেলা ও মহানগর বিএনপি’র পৃথক বিক্ষোভ মিছিল

--- ২০ অক্টোবর, ২০১৩

জুয়েল মাহমুদ ॥ ঢাকা মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা এবং মহানগর বিএনপি। রবিবার দুপুরে নগরীর আব্দুর রব জেলা আইনজীবী সমিতি চত্ত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন বক্তৃতা করেন মিছিলে জেলা বিএনপি নেতা এডভোকেট সাইদ উদ্দিন আহম্মেদ মধু, সেচ্ছাসেবক দল মহানগরের আহবায়ক হাবিবুর রহমান টিপু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আহম্মেদ জাকি অনুপম, বিএনপি নেতা জাকির হোসে মিন্টু, যুবদল নেতা নওশেদ আহম্মেদ নান্টু, ছাত্রদল নেতা জাবের আব্দুল্লাহ সাদি, ইয়াসির আরাফাত মিন্টু প্রমুখ।

বিকেল ৪টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালযের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহিন। বক্তৃতা করেন বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক এমপি আবুল হোসেন খান, আনোয়ারুল হক তারিন, মনিরুজ্জামান ফারুক, কাউন্সিলর কেএম শহীদুল্লাহ, জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।  

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

এপ্রিল ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মার্চ    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০