February 20, 2019

বরিশালে ডায়াবেটিস দিবস পালিত

--- ১৪ নভেম্বর, ২০১৫

বরিশাল যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি পালন উপলক্ষে বরিশাল ডায়াবেটিস সমিতি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ৮ টায় নগরীতে সচেনতা মুলক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়েছে। “স্বাস্থ্য সন্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রের অন্যতম উপায়” শ্লোগান নিয়ে র‌্যালীটি নগরীর অশ্বিনী কুমার হল থেকে শুরু হয় সদর রোড প্রদক্ষিণ করে এডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়।
র‌্যালীর নেতৃত্বে দেন বরিশাল ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ডা. ডাঃ পীযূষ কাšিন্ত দাস। পরে সকাল ৯টায় এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতাল কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল ডায়াবেটিস সমিতির সকল নেতৃবৃন্দসহ সদস্য ও হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিনা মূল্যে এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতালে ডায়াবেটিস রোগ নির্নয় পরীক্ষা করানোর হয়।
এতে ১২০ রোগী ফ্রি পরীক্ষা-নিরীক্ষা করান বলে হাসপাতালে তত্বাবধাক ডাঃ ইসতিয়াক হোসেন জানিয়েছেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

ফেব্রুয়ারি ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জানুয়ারি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮