November 14, 2018

বরিশালে ডিবি’র অভিযানে বিরল বণ্য প্রানী সহ আটক-২

--- ১ ডিসেম্বর, ২০১৬

গোয়েন্দা পুলিশ নগরীর রেইট্রিতলা নামক স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে বিরল বন্য প্রানী “তক্ষক” উদ্ধার করেছে। ডিবি’র এসি ফরহাদ সরদারের নেতৃত্বে অভিযানে বিরল এ বণ্য প্রানী সহ নাছির তালুকদার (৩৮), ও মোঃ বশির খলিফাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত  বিরল বন্য প্রানী “তক্ষক” (অনুমান ০৯ ইঞ্চি লম্বা)। আটককৃত দু’জনকে  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন’র আদালতে সোপর্দ করা হলে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ডিবি’র এসি ফরহাদ সরদার জানান, “তক্ষক” টি নিরাপদ অবমুক্তকরণের জন্য সদর রেঞ্জ’র ফরেস্টার গাজী মোঃ আবুল বাশার এর নিকট হস্তান্তর করা হয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০