February 20, 2019

বরিশালে বিএনপির সংবাদ সম্মেলন

--- ৩ জুলাই, ২০১৩

বরিশাল টুডে ॥  নগরীর চাঁদমারী খেয়াঘাটে টোল আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কোতোয়ালী থানা বিএনপি। বুধবার বিকেলে নগরীর অশ্বিনী কুমারস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র শওকত হোসেন হিরন মেয়র থাকাকালীন কীর্তনখোলা নদীর দুটি খেয়াঘাটের টোল আদায় বন্ধ করে দেন। তিনি অভিযোগ করে বলেন সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে হিরন পরাজিত হলে ফের বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ইজারা দিলে টোল আদায় শুরু হয়।

টোল আদায়ে বিএনপি জড়িত নয় বলে দাবি করেন বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আ. রহিম, আনোয়ারুল হক তারিন প্রমুখ।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

ফেব্রুয়ারি ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জানুয়ারি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮