November 13, 2018

বরিশালে বোরখা পড়ে সরস্বতী বালিকা বিদ্যালয়ে প্রেমিকাকে খুজতে গিয়ে প্রেমিক আটক

--- ২৬ জানুয়ারি, ২০১৪

বরিশাল টুডে ॥ প্রেমিকাকে খুজতে বোরকা পড়ে বালিকা বিদ্যালয়ে ঢোকায় অবশেষে গণধোলাই খেয়ে থানা হাজতে ঠাই হলো এক তরুনের। নগরীর কালিবাড়ি রোডের জগদ্বীশ
স্বারস্বাত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় সুজন বসু বোরকা পড়ে বিদ্যালয়ে মাঠের মধ্যে ঢুকে পড়ে।

সে এক ছাত্রীর হাত ধরে টানাটানি করলে উপস্থিত সকলে আটক করে।

বিদ্যালযের প্রধান শিক্ষক আবু মোঃ ফারুক জানান সুজনকে লাইব্রেরীতে আটকে রেখে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। সুজন  ইশ্বর বসু সড়কের সুশীল বসুর ছেলে সুজন বসু।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০