November 14, 2018

বরিশালে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ॥ বাস ভাংচুর

--- ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

বিএম কলেজের জীবনানন্দ দাশ হলের শিক্ষার্থীরা শনিবার সেবা পরিবহনের একটি বাস ভাংচুর চালিয়েছে। এসময় বাসের ড্রাইভার সহ এক যাত্রী আহত হয়। শুক্রবার মাধবপাশা থেকে আসার পথে জীবনানন্দ দাশ হলের শিক্ষার্থীদের সাথে ঐ বাসের স্টাফদের ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়।

এর জের ধরে গতকাল সকালে ঐ বাসটি বিএম কলেজ সড়ক অতিক্রম কালে লাঠিসোটা নিয়ে হামলা চালায় হলের শিক্ষার্থীরা।

এসময় বাসের গ্লাস ভাংচুর করে ড্রাইভার দুলাল সহ এক যাত্রীকে জখম করা হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০