August 21, 2019

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

--- ২৬ মার্চ, ২০১৯

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে এখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে পুলিশ লাইন্সে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। এরপর নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল আটটায় বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় সংগীতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস। এসময় রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বিএমপি কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এরপর ৭১ সালের মুক্তিযুদ্ধ ও এর নির্যাতনের চিত্র তুলে ধরে প্রদর্শণী করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও দিনভর ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ মোঃ মইদুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্বাঞ্জলী নিবেদন করেছেন। বিকেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ড কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় যুদ্ধ জাহাজ প্রদর্শনের আয়োজন করে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী পালন করছে।

ফেইসবুকে আমরা