September 26, 2018

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

--- ২০ জানুয়ারি, ২০১৪

বরিশালে ৬৯ এর গনঅভ্যূথনের মহানায়ক শহীদ আসাদ দিবস উপলক্ষে আসাদ পরিষদ বরিশাল জেলার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শহীদ আসাদের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

এসময় আসাদের স্বরনে আসাদ পরিষদের সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৬৯এর গনঅভ্যূথ আন্দোলনের আহবায়ক তৎকালীন বিএম কলেজ ভিপি এ্যাড. খান আলতাফ হোসেন ভূলু, গনফোরাম বরিশাল জেলা সভাপতি এ্যাড. হিরন কুমার দাস মিঠু, সংসদ সদস্য টিপু সুলতান, ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক নজরুল হক নিলু, আসাদ পরিষদের সাধারন সম্পাদক জতীরময় চক্রবর্তী রতন প্রমুখ্য।

শহীদ আসাদ স্বরনে গন শিল্পি সংস্থার শিল্পরা সংগীত পরিবেশন করেন। এর পর নগরীতে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হল চত্বরে এসে শেষ হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০