November 14, 2019

বরিশালে শিক্ষক কর্মচারী ফ্রন্টের বিক্ষোভ

--- ১ আগস্ট, ২০১৫

বেসরকারী স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের শর্তহীন ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভূক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বিভাগীয় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুর রহমান খোকন এবং অধ্যক্ষ মজিবুর রহমান সহ অন্যান্যরা। সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

ফেইসবুকে আমরা