April 23, 2019

বরিশালে সাড়ে ৭ লাখ নির্বাচনী ব্যালট পেপার পৌছেছে

--- ২৮ ডিসেম্বর, ২০১৩

আসমা আক্তার ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে পৌছেছে সাড়ে ৭ লাখ ব্যালট পেপার। শনিবার দুপুরে এ ব্যালট পেপারগুলো জেলা প্রশাসকের ট্রেজারীতে রাখা হয়।

জেলা নির্বাচন অফিসার দুলাল তালুকদার জানিয়েছেন, জাতীয় নির্বাচন উপলক্ষে তিনটি আসনের জন্য ৭ লাখ ৪৮হাজার ৫৭৮টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। দুপুরে র‌্যাবে ও পুলিশের সহযোগীতায় নির্বাচনী সরঞ্জামাদী বরিশালে এসে পৌছেছে।

নিরাপত্তার জন্য জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় রাখা হয়েছে। দুই একদিনের মধ্যে এগুলো বরিশালের তিনটি নির্বাচনী এলাকা যথাক্রমে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর), বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে পাঠানো হবে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

এপ্রিল ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মার্চ    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০