January 19, 2019

বরিশালে হরতাল সমর্থনে মিছিল-পথসভা

--- ৩০ নভেম্বর, ২০১৭

বিদ্যুতের মুল্য বৃদ্বিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যে বৃদ্বির প্রতিবাদে বাম মোর্চার ডাকা হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নগরীতে হরতাল পালনকারীদের কয়েকবার বাধা প্রদান করে কোতয়ালী মডেল পুলিশ। বাম মোর্চার ডাকা হরতালে সাধারন মানুষের উপর তেমন প্রভাব পড়েনি অফিস আদালত ও ব্যাবসা-প্রতিষ্ঠান খোলাসহ শহরে যান-বাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে বাম মোর্চার ডাকা হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে ইউনাইটেড কমিউনিস্টলীগ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বাসদসহ বাম মোর্চার দলগুলো হরতাল সমর্থনে পিকেটারদের যান-বাহনে বাধা প্রদান করতে দেয়নি পুলিশ। পরে নগরীর সদররোডে পথ সভায় বক্তরা বিদ্যুতের দাম কমানোর দাবী জানান। পথ সভায় বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রসিদ নিলু, হারুনুর রসিদ মাহমুদ, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, নৃপেন্দ নাথ বাড়ৈ, ডাঃ মনিষা চক্রবর্তী, নবীন আহমেদ ও দিপংকর কুন্ড।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জানুয়ারি ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১