September 26, 2018

বরিশাল থেকে নিঁখোজ প্রকৌশলী উদ্ধার

--- ৫ জুলাই, ২০১৭

বরিশাল নগর থেকে নিঁখোজ হওয়া ৩৫ বছরের এইচ এম আবদুল আলীম (জুয়েল) নামের প্রকৌশলী উদ্ধার হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সে অসুস্থ অবস্থায় নিজেই বাসায় আসে। খবর পেয়ে সাথে সাথে কোতোয়ালি মডেল থানা পুলিশ তার বাসায় যায়। বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানায় এসআই রেজাউল ইসলাম শাহ জানান,নিঁখোজ হওয়ার বিষয়ে প্রকৌশলীর ভাই থানায় সাধারণ ডায়েরি করার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে তারা। যে কাজে নিঁখোজের পরিবারের সদস্য ও প্রযুক্তির ব্যবহারও করা হয়। বুধবার রাতে  প্রকৌশলী এইচ এম আবদুল আলীম (জুয়েল) নিজ বাড়িতে আসেন। তবে তখন সে শারিরীকভাবে অনেকটাই অসুস্থ ছিলো। পাশাপাশি কারো সাথে কোন কথাও বলতে পারছিলোও না। তাই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে দেখে বাসায় পাঠিয়ে দেয়। তিনি জানান, প্রকৌশলী ফিরে আসার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিতো করা হয়েছে। পাশাপাশি তার নিঁখোজ হওয়ার বিষয়টি তারা খতিয়ে দেখা হবে।

 

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০