November 13, 2018

বরিশাল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

--- ৭ জুলাই, ২০১৩

বরিশাল টুডে ॥ প্রেম ঘটিত ঘটনার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীর সাথে কথা বলতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাক বিতন্ডা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সৈকত প্রায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ঐ মেয়ের সাথে আড্ডা দেয়। তাকে বার বার নিষেধ করা হলেও সে তাতে কর্নপাত করেনি। এক পর্যায়ে সৈকতকে লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা মেসে রান্নার জন্য রাখা কাঠ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরে শিক্ষকদের মধ্যস্থতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ফেরত আসে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০