September 24, 2018

বানারীপাড়ায় আ’লীগ নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মারকলিপি

--- ৪ এপ্রিল, ২০১৩

বরিশাল টু-ডে ॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর শাখার যুগ্ম সম্পাদক এবং ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন মোল্ল¬া  র‌্যাবের হাতে আটক হওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে সাজানো নাটক দাবী করা হয়েছে। এ ঘটনার  প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বানারীপাড়া ফেরীঘাট চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম ইউসুফ আলী, এ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল ঘরামী, আক্তার হোসেন মোল্ল¬া, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সূর্যমনি মেলা কমিটির সম্পাদক বাচ্চু গুহ প্রমূখ। বক্তারা  এ ঘটনাকে সাজানো নাটক আখ্যায়িত করে জাকির হোসেন মোল্লাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে বলে দাবী করেন। তারা অবিলম্বে আ’লীগ নেতা জাকির হোসেন মোল্লার নিঃশর্ত মুক্তির দাবী জানান। তারা আরও বলেন, স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের কোন পরীক্ষীত নেতা হলে জাকির মোল্ল¬াকে নিয়ে এ নাটক সংঘটিত হত না। সমাবেশ শেষে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ এজেড মোরশেদ আলীর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং পৃথকভাবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের কাছে স্মারক লিপি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে  সকাল ১০ টা পর্যন্ত বন্দর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এদিকে সকাল থেকে পৌর শহরে বরিশাল থেকে আসা র‌্যাব ও অতিরিক্ত পুলিশ টহল দেয়। বুধবার রাত ১১ টায় একটি এলজি ও এক রাউন্ড গুলি সহ জাকির হোসেন মোল্ল¬াকে বানারীপাড়া  থানায় সোপর্দ করে র‌্যাব। ওই রাতেই র‌্যাবের ডিএডি নজির আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার বেতাল গ্রামের সূর্যমনি মেলা প্রাঙ্গন থেকে মেলা আয়োজক কমিটির সভাপতি জাকির হোসেন মোল্লাকে আটক করে বরিশাল র‌্যাব-৮।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০