September 26, 2018

বানারীপাড়ায় নিজ গুলিতে আনসার সদস্যের মৃত্যু

--- ২২ মার্চ, ২০১৬

বানারীপাড়ায় নিজ গুলিতে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহত আনসার সদস্যের নাম আল আমিন হোসেন(৪০)।
সে উপজেলার বিশেরকান্দি ইউনিয়নের মুরারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মরত ছিলেন।
বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, ওই এলাকারই বাসিন্দা আব্দুল মালেক’র ছেলে ও আনসার সদস্য আল আমিন হোসেন (৪০) অস্ত্রের উপর ভর করে ঘুমাচ্ছিলেন। এসমন সময় অস্ত্র থেকে গুলি বেড় হয়ে তার পেটে লেগে পিট থেকে বেড় হয়ে যায়।
ঘটনাস্থানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরাতহাল ও ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০