October 23, 2019

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বরগুনার বালিকা ও ভোলার বালক বিজয়ী

--- ২৬ সেপ্টেম্বর, ২০১৯

বরিশাল অফিস
বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় ভোলার বিরুদ্ধে বরগুনার বালিকা জেলা জয় পেয়েছে। বেলা ১১টার খেলায় বরগুনার মেয়েরা ২-০ গোলে ভোলার মেয়েদের পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বরগুনার হয়ে শারমিন ও উর্মি একটি করে গোল করেন। দিনের অপর খেলায় বিকেলে বরগুনার বিরুদ্ধে ভোলার বালকরা জয় পেয়েছে। ভোলার বালকরা ৩-০ গোলে বরগুনার বালকদের পরাজিত করে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। বরগুনার পক্ষে মাহাদী, রবিন ও রবিন-২ একটি করে গোল করেন। টূর্নামেন্টের সেমিফাইনালে শুক্রবার পিরোজপুর জেলার বালিকা দলের সাথে ঝালকাঠী এবং পিরোজপুর জেলার বালক দলের সাথে বরিশাল জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। খেলার সার্বিক দায়িত্বে ছিলো অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ।

ফেইসবুকে আমরা