November 19, 2018

বেতনের দাবীতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

--- ২৪ জুলাই, ২০১৩

বরিশাল টুডে ॥ জুন-জুলাই মাসের বেতন প্রদানের দাবীতে নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। বুধবার মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন সমিতির আঞ্চলিক শাখার সভাপতি দাশ গুপ্ত আশীষ কুমার।

বক্তৃতা করেন শিক্ষক নেতা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গির, তোফায়েল আহমেদ, আবদুল মালেক, আব্দুল হালিম মিয়া, মোঃ ফরিদ উদ্দিন, এইচ এম জসিম উদ্দিন, দুলালী গোলদার, সোনালী কর্মকার, আসাদুল আলম আসাদ প্রমুখ।

এদিকে বেসরকারী শিক্ষক ও কর্মচারিদের পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ অবিলম্বে জুন ও জুলাই মাসের বেতনের দাবীতে বরগুনায় মানববন্ধন করেছে বেসরকারী শিক্ষকরা। বুধবার সকাল ১১ টায় পৌর সুপার মার্কেটের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবী করেন বেসরকারী শিক্ষকরা দেশের শিক্ষার উন্নয়নে বড় অবদান রাখলেও সকল সুযোগ সুবিদা থেকে তারা এখনও বঞ্চিত। তাই অবিলম্বে তাদের সকল বেতনসহ পূর্নাঙ্গ উৎসব ভাতা পরিশদের জন্য সরকারের কাছে দাবী জানান।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০