March 22, 2019

বয়স ২, মুখস্ত বাবা-মার পরীক্ষার উত্তর

--- ১০ জানুয়ারি, ২০১৯

বয়স তার এখন মাত্র দুই বছর।আর এ বয়সে একটি শিশু যেখানে মোটামুটি কথা বলতে চেষ্টা করে, সেখানে পতাকা দেখেই এক শিশু বলে দিতে পারে বিশ্বের সব দেশের নাম, তাদের রাজধানী ও আনুষঙ্গিক আরও তথ্য।

এ বিশ্ময় বালকের নাম উপাধ্যায়।বাড়ি ভারতের উত্তর প্রদেশের ‍বৃন্দাবন এলাকায়।তার এ প্রতিভায় এলাকায় আলোড়ন ফেলেছে। এলাকার লোকজন তার নাম দিয়েছে ‘গুগল গুরু’।

ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ১৪ জুলাই জন্ম শিশুটির। সে একটু বড় হতেই তার বাবা অরবিন্দ উপাধ্যায় ও মা প্রিয়া উপাধ্যায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউএসসি)পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। সে সময় পাশেই বসে থাকত তাদের ছোট্ট সন্তান। হঠাতই তারা একদিন লক্ষ্য করলেন যে তাদের ছোট্ট ছেলে শুনেই শুনেই উত্তর দিচ্ছে তাদের নানা প্রশ্নের। দেশ, রাজধানী, অন্যান্য নানা বিষয় সে ঠোঁটস্থ করে ফেলেছে।এমননি ইউপিএসসির কঠিন ৩৫টি প্রশ্নের উত্তরও তার নখদর্পনে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

মার্চ ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« ফেব্রুয়ারি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১