November 19, 2018

মেহেন্দিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

--- ২০ এপ্রিল, ২০১৫

বরিশাল টুডে ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে গবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সরদার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সোমবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায় উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লার সাথে গবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সরদারের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রবিবার রাতে উলানিয়া বাজারে বসে আলতাফ হোসেন সরদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত কয়েকজন যুবক। এতে মাথায় ও ডান পায়ে আঘাত প্রাপ্ত হন তিনি। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে আলতাফ হোসেনের সমর্থক ও জামাল মোল্লার সমর্থকদের মধ্যে তুমুল সংর্ঘষ হয়। এসময় মেঘনা নামে একটি সিনেমা হলে ভাংচুর চালানো হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহত আলতাফ হোসেন সরদারের শ্যালক লিটন জানান, চেয়ারম্যান জামাল মোল্লার লোকজন উলানিয়া বাজারের ডেকরেটরের দোকানে বসে থাকা অবস্থায় তার দুলাভাই আলতাফ হোসেন সরদারকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল কুমার দে জানান, আলতাফ হোসেন সরদারকে লক্ষ করে গুলি ছোড়ার খবরকে কেন্দ্র করে দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন। তবে কে বা কাড়া এ গুলির ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০