September 25, 2018

শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ॥ নকল ঠেকাতে জ্যামার স্থাপন

--- ২৩ নভেম্বর, ২০১৭

শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ৬টি অনুষদের ২২টি বিভাগের ১ হাজার ৩শত ৭৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ২শত ১৪ জন শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় আবেদন করে। পূর্বের ২০ বিভাগের সাথে চলতি শিক্ষা বর্ষে ‘গনযোগাযোগ ও সাংবাদিকতা এবং বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি’ বিভাগ যুক্ত করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সহ নগরীর সরকারী বরিশাল কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী আলেকান্দা কলেজ, বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল অমৃত লাল দে মহা বিদ্যালয়, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ সহ সরকারী-বেসরকারী ৬টি কলেজে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়াদি নিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হক জানান ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করা হয়েছে। এতে করে পুরো কেন্দ্র নেটওয়ার্ক বিহীন থাকবে এবং নকলের আর কোনো সুযোগ থাকছে না। এছাড়াও সকল পরীক্ষার্থীদের মুখমন্ডল খোলা রেখে পরীক্ষা দিতে হবে বলে তিনি জানান।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০