April 18, 2019

সাংবাদিকদের সাথে কথা বলতে মানা!

--- ২৯ এপ্রিল, ২০১৪

বরিশাল-টু ডে ॥  সোমবার বরিশাল সদর আসনের উপ- নির্বাচনের তফসীল ঘোষনার পর থেকে আর সাংবাদিকদের মোবাইল ফোন রিসিভ করছেন না প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুনেচ্ছা আফরোজ। সদর আসনের তিনি আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী।

তাই তফসিল ঘোষনার পর পরই জেবুনেচ্ছা আফরোজের মোবাইল ফোনে সাংবাদিকদের কল আসতে থাকে। তিনি সাংবাদিকদের এ সব ফোন রিসিভ করেননি। পরে খোজ নিয়ে জানাগেছে দলের হাই কমান্ডের নির্দেশেই হিরন পতœী এমন  সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার অথবা বুবধার দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে জেবুনেচ্ছা আফরোজের। তার পরই তিনি মিডিয়ার সামনে মুখ খুলবেন। এর আগে মিডিয়ার সাথে কথা না বলার পরামর্শ দিয়েছেন দলের হাইকমান্ড। এমন তথ্য জানিয়েছেন জেবুনেচ্ছা আফরোজের ঘনিষ্ট সূত্র।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

এপ্রিল ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মার্চ    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০