April 18, 2019

হতে পারে টানা দুদিন বৃষ্টির

--- ৩ মার্চ, ২০১৯

 

আবার টানা দুই দিন বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে। রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। সোম ও মঙ্গলবার দু’দিন বৃষ্টি হতে পারে।

আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপহিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে লঘুচাপের কারণে রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, মার্চ-এপ্রিল মাসে এমন বৃষ্টিপাত প্রায়ই হবে। বিশেষ করে ভোরে ও বিকেলে এমন বৃষ্টিপাত হতে পারে। মূলত হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা মেঘ বাংলাদেশের দিকে এসে পরিপূর্ণতা পেয়ে এমন বৃষ্টিপাত হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

এপ্রিল ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মার্চ    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০