November 13, 2018

২০ দলীয় জোট যুদ্ধাপরাধীদের বাচাঁতে সারা দেশে নাশকতা চালাচ্ছে- আবুল হাসানাত আব্দুল্লাহ

--- ১৭ ফেব্রুয়ারি, ২০১৫

বরিশাল টুডে ॥ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, বিএনপি-জামায়াত তথা ২০ দলীয় জোট যুদ্ধাপরাধীদের বাচাঁতে সারা দেশে নাশকতা চালাচ্ছে। বোমাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে কোন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে আমরা ব্যবস্থা নেব। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল জেলা পরিষদের বিশেষ বরাদ্দে এডিপি খ্যাতে গৌরনদী ও আগৈলঝাড়ায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেরা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মুর্তজা, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। সভা শেষে প্রায় সাড়ে ৩৮ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্ধেক টাকার চেক প্রদান করা হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০