November 13, 2018

নগরীতে দিনভর যুবদলের গণসংযোগ

--- ৪ জুন, ২০১৩

বরিশাল টুডে ॥ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামালের আনারস প্রতীকের পক্ষে দিনভর গণসংযোগ করেছে মহানগর যুবদল। মঙ্গলবার দিনভর নগরীর ভাটার খাল কলোনী, বালুর মাঠ কলোনীতে মহানগর যুবদল সাধারণ সম্পাদক এডভোকেট আখতারুজ্জামান শামীমের নেতৃত্বে যুবদল নেতা-কর্মীরা গনংসযোগ করে।

যুবদল নেতা-কর্মীরা জানান, যুবদলের ৭টি টিম নগরীর  ১নং ওয়ার্ড সহ ৩, ৭, ৮,  ১১, ১৩ ও ২৯ নং ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেন। নির্বাচন পর্যন্ত তাদের বিভিন্ন টিম ওয়ার্ডগুলোতে গনসংযোগ করবেন বলে যুবদল সূত্র জানায়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

নভেম্বর ২০১৮
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« অক্টোবর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০