July 27, 2017

বরিশালে পুলিশি হয়রানীর প্রতিবাদে বাস ধর্মঘট চলছে

--- ২৪ জুলাই, ২০১৩

news-barisal-today-bas

আর.এম মাসুদ ॥ পুলিশি হয়রানীর প্রতিবাদে বিকেল সোয়া ৩টা থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট ঘোষনার পরপরই ঢাকা-বরিশাল সহ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ বয়ে যায়।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম কবির জানান, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ সংলগ্ন একটি বাসের সাথে ট্রাকের মখোমুখি সংঘর্ষ ঘটলে বিমান বন্দর থানা বাসটি পুলিশ আটক করেন।

এর প্রতিবাদে বরিশাল জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুরে এক যৌথ সভা ডেকে এ ধর্মঘটের ঘোষণা দেন।

শ্রমিকরা জানান, পুলিশ বাসটিকে আটক করে শ্রমিকদের হয়রানি করছেন। বাস না ছাড়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান ধর্মঘট আহবানকারীরা।     

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১