July 23, 2017

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-৩ ॥ আহত-৭

--- ২৫ জুলাই, ২০১৩

বরিশাল টুডে ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ নামক এলাকায় বৃহস্পতিবার সকালে ফরিদপুরগামী ট্রাকের ধাক্কায় শিকারপুরগামী যাত্রীবাহি নসিমনের তিনযাত্রী নিহত ও কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে আরো তিনজনের অবস্থায় আশংকাজনক।

তাদের গৌরনদী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের কাছেমাবাদ আকন বাড়ির সম্মুখে সকাল সাড়ে দশটার দিকে ট্রাক ও নসিমনের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কামাল (৩৫) নামের একযাত্রী নিহত হয়। কালামের বাড়ি গৌরনদীর টিকাসার গ্রামে।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে অপর আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে মুর্মুর্ষ অবস্থায় ৫জনকে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা যুবক (৪০) ও অজ্ঞাতনামা (১১) বছরের এক শিশু মারা যায়। অপর আহত ২ জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১