July 22, 2017

বরিশালে সাংবাদিকদের সম্মানে উত্তর জেলা বিএনপি’র ইফতার

--- ২৬ জুলাই, ২০১৩

news-barisal-today-bnp-ifta

বরিশাল টুডে ॥ বরিশালে সাংবাদিকদের সম্মানে উত্তর জেলা বিএনপি ইফতারের পূর্বে আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।

তিনি অভিযোগ করেন বর্তমান সরকার স্বৈরতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকতে চায়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে আমরা তা হতে দেব না।

শুক্রবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র আহসান হাবিব কামাল, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা (দক্ষিণ) বিএনপি’র আহবায়ক এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন, সাবেক সভাপতি মাহমুদ গোলাম ছালেক, বরিশাল প্রেসক্লাব সভাপতি এডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক লিটন বাশার প্রমুখ।

বিএনপি নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করে বলেন, সাংবাদিক নির্যাতনকারী এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বিস্ফোরনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধিন নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহবান জানান।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১