July 22, 2017

বরিশালের বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

--- ৪ আগস্ট, ২০১৩

barisal-news-today-textile

আর.এম মাসুদ ॥ বেতন ভাতা ও ঈদ বোনাসের দাবিতে বরিশালে একটি টেক্সটাইল মিলের আসবাব পত্রে ভাংচুর চালিয়ে প্রশাসনিক ভবন তালা মেরে রেখেছে শ্রমিকরা। রবিবার বেলা ১২টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকার খান সন্স মিলে ঈদের পূর্বে বেতন ও ঈদ বোনাস না দেয়ার ঘোষণা দেয়া দফায় দফায় বিক্ষোভ করে।

আন্দোলনরত শ্রমিকরা সকালে ক্ষুদ্ব হয়ে প্রশাসনিক ভবন তালা বদ্ধ করে দেয় এবং মিলের ইন্সেপেক্টর আদম আলীকে শারিরিকভাবে লাঞ্চিত করে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

আন্দোলনরত শ্রমিকদের মধ্যে লাকি আক্তার জানান, এ ফ্যাক্টরীতে প্রায় সাড়ে ৭শ’ শ্রমিক কাজ করে। জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের জণ্য ফ্যাক্টরীর একাধিক কর্মকর্তার সাথে দফায় দফায় আলাপ করলেও তারা শুধু বোনাস দেয়া হবে বলে রবিবার জানিয়ে দেয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে। আন্দোলনরত একাধিক শ্রমিক জানান তাদের গত মাসের বেতন ও ঈদ বোনাস না দেয়া হলে তারা কাজে যোগদান করবেন না।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১