July 22, 2017

খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

--- ৫ আগস্ট, ২০১৩

বরিশাল টুডে ॥ খাদ্যে ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছে বরিশাল জনস্বার্থ রক্ষা কমিটি। সোমবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে আয়োজিত কর্মসূচীর সভাপতিত্ব করেন সংগঠেনের আহবায়ক দেওয়ান ফকরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সকল প্রকার খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারের মহাৎসব চলছে। নির্দ্বিধায় মাছ, মাংস, শাক-সব্জী, ফল-মূল এমনকি দুধেও ফরমালিন মেশানো হচ্ছে।

এর প্রতিকারে বরিশালের প্রতিটি বাজারে ফরমালিন ডিহাইড্রেট মেশিন স্থাপণ করে ফরমালিনমুক্ত বরিশাল ঘোষনা করার দাবী জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জনস্বার্থ রক্ষা কমিটি সদস্য সচিব মুনাওয়ারুল ইসলাম অলি, কমিটির সমন্বয়কারী হিরন কুমার দাস মিঠু, কমিউনিষ্ট পাটির জেলা সভাপতি একে আজাদ, উন্নয়ন কর্মী শুভংকর চক্রবর্তী, শমহ আজিজুর রহমান খোকন, আসাদুল আলম আসাদ, বাসদের সমন্বয়কারী ইমরান হাবিব রহমান, ডাঃ মনীষা চক্রবর্তী প্রমুখ।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১