May 20, 2019

ঈদের জামাতের জন্য প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান

--- ৮ আগস্ট, ২০১৩

আর.এম মাসুদ ॥ বরিশালে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। মুসল্লিরা যাতে রোদ-বৃষ্টিতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য পুরো ময়দান শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে চট্টগ্রামে চাঁদ দেখা গেছে। তাই কাল সারা দেশে ঈদ উদযাপিত হবে। সবাইকে ঈদ মোবারক।

কোথায় কখন ঈদের জামাত

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সড়ে আটটায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া নগরীর কয়েকটি মসজিদ ও ঈদগাহ মাঠে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাড়ে ১০টায় জামে বায়তুল মোকারম মসজিদ ও এবায়েদুল্লাহ মসজিদে

দ্বিতীয় জামাত হবে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র, সদর আসনের সাসংদসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারেন বলে জানা গেছে। নগরীতে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবায়েদুল্লাহ মসজিদে সকাল নয়টায় ও  সাড়ে ১০টায়, কশাই মসজিদে নয়টায় ও ১০টায়, এবং বায়তুল মোকারম মসজিদে সকাল নয়টায় ও সাড়ে ১০টায়, নুরিয়া স্কুল মাঠে সকাল সাড়ে আটটায় ও সোয়া নয়টায়, সাগরদী মাদরাসা মসজিদে সকাল আটটায় ও নয়টায় এবং পুলিশ লাইন্স মাঠে সকাল আটটায় ও সাড়ে আটটায়। নগরীর বাইরে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল নয়টায়।  

এছাড়া নগরীর মসজিদগুলোর মধ্যে সকাল আটটায় বিএম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, জেলগেট জামে মসজিদ, ওয়াবদা জামে মসজিদ, কালুশাহ জামে মসজিদ, সকাল সাড়ে আটটায় আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা, নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা, গোরস্থান ঈদগাহ মাঠ, বাজার রোড খাজা মইনউদ্দিন মাদ্রাসা মসজিদ, পাওয়ার হাউজ মসজিদ, মেডিকেল কলেজ জামে মসজিদ, কালীজিরা ঈদগাহ মাঠ, হরিণাফুলিয়া মাদ্রাসা মাঠ ও বালুরমাঠ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিঅ্যান্ডবি রোড তেমাথা মসজিদ, হাটখোলা জামে মসজিদ, ল’কলেজ জামে মসজিদ, করিম কুটির জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, বরিশাল কলেজ জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

মে ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« এপ্রিল    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১