July 23, 2017

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

--- ২২ আগস্ট, ২০১৩

বরিশাল টুডে ॥ সাতার শিখতে গিয়ে বরিশাল নগরীতে আফরিন জাহান নিসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নগরীর ব্যাপ্টিষ্ট মিশন স্কুল কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। নিসা ব্যাপ্টিষ্ট মিশন রোড এলাকার সরদার বাড়ীর হেলাল সরদারের মেয়ে ও ব্যাপ্টিষ্ট মিশন বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিল।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই ) আবু তাহের জানান, ক্লাস শেষে সাতার শেখার জন্য নিসা সহপাঠীদের সাথে পুকুরে নামে। কিছুক্ষণ পর তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে  বিকেল সাড়ে তিনটার দিকে নিসাকে পুকুর থেকে উদ্ধার করে মূমূর্ষূ অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যাল  (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১