July 27, 2017

শ্রমিক লীগের সভাপতিসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

--- ২৬ আগস্ট, ২০১৩

বরিশাল টুডে ॥ বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে দলীয় ক্ষমতার অপব্যাবহার করে ভোট কারচূপির মাধ্যমে  একটি পক্ষকে জেতানোর অভিযোগে বরিশাল মহানগর শ্রমিক লীগের সভাপতিসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি কামাল হোসেনসহ সাত শ্রমিক নেতা বাদী হয়ে বরিশাল প্রথম যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বিবাদীরা হচ্ছেন,  বরিশাল মহানগর শ্রমিক লীগের সভাপতি ও শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করা মোঃ আফতাব হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গী হাওলাদার সহ ২৬ জন।

গত ১৮ আগষ্ট নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনে ১৫শ’ ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেও কমিশনারের দায়িত্ব পালন করা মহানগর শ্রমিক লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন দলীয় প্রভাব খাটিয়ে তার সমর্থকদের দিয়ে সেখানে তিন হাজার ব্যালট পেপারে সিল মারেন ।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১