July 22, 2017

বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

--- ১১ সেপ্টেম্বর, ২০১৩

bccc-bajet

আসমা আক্তার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট বুধবার ঘোষণা করা হয়েছে। বিসিসি’র মিলনায়তনে বেলা সাড়ে এগারোটায় বাজেট ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. আলতাফ মাহমুদ সিকদার।

এবার ১২১ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার ২৩৯ টাকার সংশোধিত বাজেটসহ ৩৮১ কোটি ১৬ লক্ষ ১০ হাজার ৪১৩ টাকার বাজেট ষোষণা করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। তিনি বাজেট বাস্তবায়নের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, সংস্থাপন ও অর্থ বিভাগের চেয়ারম্যান জাকির হোসেন জেলালসহ অনান্য কাউন্সিলরগণ।

সিটি করর্পোরেশণের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, নগরীর ৩০টি ওয়ার্ডের উন্নয়নে সমান অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১